ইয়ং লিডার্স ফোরাম গঠিত

36

 

ইউরোপিয়ান ইউনিয়ন ও এ্যাকশন এইড বাংলাদেশের অর্থায়নে এবং স্থানীয় ও আন্তর্জাতিক স্বীকৃত নারী বান্ধব সংস্থা অগ্রযাত্রার বাস্তবায়নে শ্রমিক প্রজেক্টের অধীনে নগরীর হিলভিউ নারীমঞ্চে গত ২১ ডিসেম্বর ১৫ সদস্য বিশিষ্ট ইয়ং লিডার্স ফোরাম গঠিত হয়। পোশাকশিল্পে নারীর অধিকতর নিরাপদ নারীবান্ধব ও এডভোকেসি ভিত্তিক কর্মপরিবেশ সুনিশ্চিতকরণে এই ইয়ং লিডার্স ফোরাম আরো কার্যকরী ও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথি অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা ও সভাপতি নীলিমা আকতার চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রযাত্রার প্রধান নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন, প্রকল্প সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম, সুপার নিটিং এন্ড ডাইং ইউনিয়নের সভাপতি আমির খসরু, বাংলাদেশ জাতীয় শ্রমিক সংহতি ফেডারেশন নেতৃবৃন্দ, অগ্রযাত্রার কর্মকর্তাবৃন্দ ও নগরীর বিভিন্ন নারীমঞ্চের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি