ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল সম্পন্ন

64

“ইস্পি ইন্টার-স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২০”এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বেলা ২.৩০ টায় সি আর বি মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ মইনুদ্দিন হাসান, জেনারেল ম্যানেজার, টি ট্রেড, ইস্পাহানি টি লিমিটেড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনহাজ উদ্দিন আহমদ, উপদেষ্টা , এম এম ইস্পাহানি লিমিটেড । আরও উপস্থিত ছিলেন আশীষ ভদ্র , সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ইস্পাহানি গ্রæপ অব কোম্পানিজের ম্যানেজার (কর্পোরেট) আবদুল্লাহ্ আল মামুন। চট্টগ্রামের ১২ টি স্বনামখ্যাত মাধ্যমিক বিদ্যালয় ৩ দিনের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।
চ্যাম্পিয়ন বিদ্যালয় রাউজান সালামত উল্লাহ হাই স্কুল এবং রানার্স আপ বিদ্যালয় ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ-কে আকর্ষণীয় ট্রফি এবং প্রাইজমানি দেওয়া হয়েছে । উল্লেখ্য যে, ইস্পি পাউডার ড্রিংক ইস্পাহানি ফুডস লিমিটেড এর একটি উৎকৃষ্ট মানের খাদ্যপণ্য। বিজ্ঞপ্তি