ইস্পাহানী-দৃষ্টি আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস আইডিয়া কনটেস্ট ব্রেইনস্টর্মিং

2

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ইস্পাহানী-দৃষ্টি আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস আইডিয়া কনটেস্ট “ব্রেইনস্টর্মিং ২০২৫”। আয়োজনের গ্র্যান্ড ফাইনাল গত ৩১ মে ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং রানার্স আপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। চার রাউন্ডের এ প্রতিযোগিতার বিভিন্ন পর্বে ছিল-আবর্জনাকে ব্যবসা উপযোগী পণ্যে রূপান্তর, নতুন উদ্ভাবিত পণ্যের বাণিজ্যিকীকরণ, পুরোনো ও বর্তমানে অলাভজনক ব্যবসায়িক পণ্যকে লাভজনক হিসেবে ফিরিয়ে আনার জন্য রিব্র্যান্ডিং। চূড়ান্ত পর্বে এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সামনে চ্যালেঞ্জ ছিল এমন একটি নতুন ব্যবসার পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করা, যা বর্তমানে চট্টগ্রামে নেই, যার জন্য আমরা বিদেশের ওপর নির্ভরশীল এবং সর্বোচ্চ ২০ কোটি টাকার মধ্যে বাস্তবায়নযোগ্য। দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে উদ্যোক্তা তৈরি, ব্যবসা পরিকল্পনা, প্রসার-প্রচার এবং ব্র্যান্ডিং সংক্রান্ত এটি চট্টগ্রামের একমাত্র আয়োজন, যা বিগত ১৫ বছর যাবৎ অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছয়টি দল জায়গা করে নেয় এবং নিজেদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানী গ্রæপের ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের মহাব্যবস্থাপক শরিফুল ইসলাম শিপলু, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য বৃজেট ডায়েস, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল এবং দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি কসসাফুল হক শেহজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, “চট্টগ্রামের শিক্ষার্থীরা আজ প্রমাণ করেছে, তারা শুধু চাকরি প্রত্যাশী নয় বরং উদ্যোক্তা হওয়ার মানসিকতা অর্জন করেছে। তাদের প্রস্তাবিত আইডিয়াগুলো বাস্তবায়িত হলে এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো আরও শক্তিশালী হবে।” দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ও ইস্পাহানী গ্রæপের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি