ইস্পাহানী ও ইয়ং ট্যালেন্ট জয়ী

36

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, সিজেকেএস ক্রিকেট কমিটির সহযোগিতায় এবং পোর্ট সিটি সিনিয়র ক্লাবের পৃষ্ঠপোষকতায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মুক্তিযোদ্ধার সংগঠক এটিএম ইছহাক মোহন বিজয় দিবস অনূর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় ইস্পাহানী ও ইয়ং ট্যালেন্ট ক্রিকেট অ্যাকাডেমি জয় পেয়েছে।
আগামীকাল দুটো সেমিফাইনাল সাগরিকা মহিলা কমপ্লেক্স ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বি-গ্রুপ চ্যাম্পিয়ন বনাম সি-গ্রুপ চ্যাম্পিয়ন দল এবং দুপুর ১টায় এ-গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ডি-গ্রুপ চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে।
গতকাল দিনের প্রথম খেলায় পোর্টসিটি ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে দলের ফারহান শাহরিয়ারের ৪০ রানে ভর করে ১৩৪ রান তোলে ইয়ং ট্যালেন্ট ক্রিকেট অ্যাকাডেমি। পোর্টসিটির হয়ে রবিন দাশ তিনটি এবং আজিমুল ইসলাম দুটি উইকেট নেয়। ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পোর্টসিটি ক্রিকেট অ্যাকাডেমি ১৭.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন রাতুল ইরফান। প্রতিপক্ষের আজহার, ফারহান ও জাহাঙ্গীর প্রত্যেকে দুটি করে উইকেট নেয়।
দিনের অপর খেলায় মুখোমুখি হয় ইস্পাহানী ও এসএস ক্রিকেট অ্যাকাডেমি। টস জিতে আগে ব্যাট করে ১১৬ রানের সংগ্রহ দাঁড় করায় এসএস ক্রিকেট অ্যাকাডেমি। দলের নাজিম ২০ ও সাদমান জুবায়ের ৩২ রান করেন। ইস্পাহানীর আবির তিনটি এবং রাঈদ, তানভির ও সাকিবুর রহমান প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে রাঈদের চমৎকার ব্যাটিংয়ে ৩ ওভার ও সাত উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইস্পাহানী ক্রিকেট অ্যাকাডেমি। রাঈদ করেন ৪১ বলে ৫৭ রান। অন্যদের মধ্যে সাকিবুর ১২ আবিদুর ১৩ এবং তানভির ১৬* রান করেন। এসএস ক্রিকেটের হয়ে আরিফ ও সুমন মিয়া একটি করে উইকেট নেন।