ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল

1

স্পোর্টস ডেস্ক

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরে
চট্টগ্রাম অঞ্চল থেকে চূড়ান্ত পর্বে খেলার টিকেট পেয়েছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে গ্রুপ ফাইনালে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় তৌহিদ বিন আলীর দেয়া একমাত্র (১-০) গোলে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রামকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ: সাজ্জাদ হোসেন।
অপর গ্রæপ ফাইনালে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২-১ গোলে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ: তৌহিদ বিন আলী।
ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ৫ ডিসেম্বর শুরু হবে চূড়ান্ত পর্ব।