ইসলাম নূর চ্যারিটেবল ট্রাস্টের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

51

ইসলাম হলো মানবতার সেবাই আলোকিত ধর্ম আর সেই আলোটি হলো বিশ্ব মানবতার মুক্তির কান্ডারী হযরত মুহাম্মদ মুস্তফা (দ.), মানবসেবার এমন কোন ক্ষেত নেই যেখানে তাঁর নুরানী ছোঁয়া লাগেনি, পরোপকার, মানব কল্যাণ, মানবসেবা প্রভূতি সাহাবীগণদের ও শিখিয়ে দেন যার ফলে সাহাবীরাও মানবসেবা ও মানব।
কল্যাণের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠেন। এ থেকে বুঝা যায় আমাদের বিশুদ্ধ ঈমানদার হতে হলে প্রিয় নবী (দ.)’র আদর্শ অনুযায়ী মানবসেবার মতো মহান ব্রতে নিজেকে আত্মনিয়োগ করতে হবে।
মানুষের জীবন সুন্দর-সাবলীল হওয়ায় জন্য মানবতাবোধের বিকল্প নেই তাই মানবের কল্যানে অসহায় মানুষের পাশ্বে দাড়ানো সকল বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সম্প্রতি হাটহাজারী ধলই-নূর- এ মদিনা সুন্নীয়া হেফজ ও এতিমখানা প্রাঙ্গনে ইসলাম নূর চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত অনুদান হস্তান্তর ও ভাতা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলাম নূর চ্যারিটেবল ট্রাস্টের পরিচালক প্রবাসী মামুনুল ইসলাম তালুকদার সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক সমাজসেবক চিকিৎসক ডা. এনামুল ইসলাম তালুকদার, ট্টাস্ট অফিসার মুহাম্মাদ আলী আকবর রেজভী, শাহ জামাল, বদিউল আলম প্রমুখ।
গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসহায়- হতদরিদ্রপূর্ণ বাসন এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

রায়হান ওয়েলফেয়ারের
উদ্যোগে বন্যা দূর্গত
অঞ্চলে ত্রাণসামগ্রী বিতরণ
রায়হান ওয়েলফেয়ারের কর্ণদার রায়হানুল ইসলাম শাওনের অর্থায়নে উপজেলা যুবলীগ নেতা এ.টি.এম সাইফুল আলমের ব্যবস্থাপনায় নলুয়া ইউনিয়নের বিল্লা পাড়া খন্দকার পাড়া, আনিচ বাড়ী, নাছির মোক্তার বাড়ি, হাঙ্গরমুখের পার্শ্ববর্তী এলাকায় গত ১৪ ও ২০ জুলাই ব্যপক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেণ উপজেলা যুবলীগ নেতা এ.কে.এম মঞ্জুরুল ইসলাম, শামশুল ইসলাম, জাফর আহমেদ, মুনছুর, ইউ,পি সদস্য আবু ছালেক, রিফা চৌধুরী, রেজাউল করিম সুজন, মুবিন, সেলিম, শাহ আলম, ইউছুপ, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক মুহাম্মদ ইদ্রিস, শাখাওয়াত, সাদিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি