নিজস্ব প্রতিবেদক
আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের আয়োজনে নগরীর লালদীঘি ময়দানে দুইদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল গতকাল শনিবার সম্পন্ন হয়। মাহফিলের শেষ দিনে হাজারো দ্বীনদার জনতার ঢল নামে। এতে ইসলামী স্কলার ও মুফাস্সিরগণ বলেছেন, এদেশসহ দুনিয়াজুড়ে ইসলাম এসেছে সুফি ওলী বুজুর্গদের মাধ্যমে। তারাই ইসলামের মানবিক দর্শন, ইসলামের সৌন্দর্য ও সঠিক রূপরেখা মানুষের সামনে পেশ করে আসছেন। অথচ এই ওলী বুজুর্গদের মাজার-স্থাপনা আজ উগ্রবাদী গোষ্ঠীদের দ্বারা আক্রান্ত হচ্ছে। এদেশের নবী-ওলী বিদ্বেষী তৎপরতা ও মাজারগুলোতে হামলা কিছুতেই সুন্নি সুফিবাদী জনতা সহ্য করবে না। বক্তারা ইসলামের মানবিক দর্শন ও সুফিবাদি উদারনৈতিক ধারা প্রসারিত করার আহŸান জানান। সকল স্তরের শিক্ষাঙ্গনে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, মাজারসহ সুফিবাদি স্থাপনায় হামলায় জড়িতদের বিচার করা, সাইবার ক্রাইম রোধে সরকারি পদক্ষেপ, সামাজিক সাম্য ও ইনসাফভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা, দারিদ্র্য রূখতে জাকাতভিত্তিক ইসলামী অর্থনীতি চালুসহ নানা দাবি জানানো হয় তাফসিরুল কোরআন মাহফিলে। মাহফিলের সমাপনী দিবসে সভাপতিত্ব করেন মাহফিল প্রস্তুতি কমিটির আহŸায়ক পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব পীরে ত্বরিকত মাওলানা সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, কুরআন মসজিদের বিষয় ভিত্তিক আলোচনা করেন প্রখ্যাত ইসলামিক স্কলার ও মুফাস্সিরে কেরাম, আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী, ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, আল্লামা ওসমান গণি সালেহী, আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, আন্তর্জাতিক বক্তা আল্লামা শায়খ আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, জামেয়ার উপাধ্যক্ষ আল্লামা ড. লিয়াকত আলী, ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হারুনুর রশীদ, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী, নেছারিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন ছিদ্দিকী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, আল্লামা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, আল্লামা মুফতি ইবরাহিম হানফি, আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভি, আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান আলকাদেরী, আল্লামা সৈয়দুল হক সাঈদ কাজেমী, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, আল্লামা কাজী ছালেকুর রহমান আলকাদেরী। উপস্থিত ছিলেন মাওলানা স উ ম আব্দুস সামাদ, এডভোকেট আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, অধ্যক্ষ আল্লামা খলিলুর রহমান নেজামী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভি, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মুহাম্মদ আব্দুর রহিম, ড. আল্লামা ইসমাইল নোমানী প্রমুখ। মাহফিল সঞ্চালনা করেন মাওলানা নুরুল্লাহ রায়হান খান ও মাওলানা এনাম রেজা।