আনোয়ারা প্রতিনিধি
ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ আল আমিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নুর আজিজি। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মিশকাতুল ইসলাম।
সম্মেলন শেষে ২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার কমিটি গঠন করা হয়।
কমিটিতে এম আতিকুর রহমানকে সভাপতি, মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সহ-সভাপতি ও এইচ এম বোরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।