ইসলামী ছাত্রসেনার শাহাদাতবার্ষিকীর আলোচনা সভা

1

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ২য় শহীদ, শহীদ মুহাম্মদ লিয়াকত আলী (রাহ.) এর ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, চট্টগ্রাম মহানগর উত্তর ও কেন্দ্রীয় পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. নাছির উদ্দীন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শাহেদুল আলম, শহীদের বড় ভাই শামসুল আলম, অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মদ তারেক, দাওয়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ ওসমানসহ দক্ষিণ জেলা ও মহানগর যুগ্ম আহবায়ক আল-আমিন রেয়া, সদস্য সচিব নকিবুর রহমান চৌধুরী, সাবেক সহ-সাধারণ সম্পাদক তারেক আরমান, সদস্য ওবায়দুল মোস্তফা রেয়া, মাহমুদুর রহমান, হেলাল হোসাইন, সাকি কাউসার, হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ লিয়াকত আলী (রাহঃ) এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়। এসময় বক্তারা শহীদের আদর্শ ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সুন্নীয়তের পতাকা সমুন্নত রাখতে তাঁর দেখানো পথ অনুসরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি