ইসলামিক ফ্রন্ট প্রার্থী আল্লামা জুবাইরের গণসংযোগ

71

চট্টগ্রাম-১১ আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- চট্টগ্রাম বন্দর হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান সমুদ্র বন্দর। যেটি দেশের জাতীয় রাজস্ব আয়ের সিংহবাগ যোগানদাতা হিসেবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, একটি দুষ্ট চক্র বন্দর বিরোধী গভীর ষড়যন্ত্রের মাধ্যমে চট্টগ্রামকে গুরুত্বহীন করার অপপ্রয়াস অব্যাহত রেখেছে। অতএব বন্দর বিরোধী এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টলপ্রেমী জনগণকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। নির্বাচিত হলে আল্লামা জুবাইর বন্দর এর উন্নয়ন, আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি তথা আন্তর্জাতিক মানে উন্নীতকরনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করে তিনি আসন্ন নির্বাচনে তাঁকে চেয়ার প্রতীকে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। গত ১৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর নিমতলা, কাস্টমস, সিমেন্ট ক্রসিং এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্ট সভাপতি এইচ.এম.মুজিবুল হক শুক্কুর, সচিব আলহাজ্ব মাওলানা হাসমত আলী তাহেরী, আলহাজ্ব এম.আলম রাজু, মুহাম্মদ আব্দুর রহিম, সাদেক হোসাইন, মুহাম্মদ আবু তাহের, আলহাজ্ব মাওলানা নিজাম উদ্দীন সবুজ, মাওলানা হাফেজ আনোয়ারুল ইসলাম খান, সাইফুল ইসলাম আরমান, হাফেজ মোহাম্মদ মিজান, হাফেজ মোহাম্মদ আব্দুল হাই, রবিউল হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি