ইসলামিক ফ্রন্ট মহানগর সভাপতি আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতমবার্ষিকী উপলক্ষে যখন বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাষ্ট্রীভাবে মুজিববর্ষ উদযাপন হতে যাচ্ছে। কিঠ এমই এক মাহেন্দ্রক্ষণে বিদ্যুতের মূল্য বৃদ্ধির মত সিদ্ধান্ত জাতীয় জীবনে নেতিবাচক প্রভাব পড়ারসমূহ আশঙ্কা রয়েছে। গতকাল ১২ মার্চ ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এস এম সিরাজ উদ্দীন তৈয়বীর উদ্বোধনী বক্তব্য রাখেন চসিক নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনিত মেয়র প্রার্থী এম ওয়াহেদ মুরাদ। বক্তব্য রাখেন কে এম ইসলাম হুসাইনী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, এম মঈন উদ্দিন চৌধুরী হালিম, ডা. মুহাম্মদ হাসমত আলী তাহেরী, আহসানুল আলম, মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি