মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, সিনাই উপদ্বীপে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে মিসরকে সহযোগিতা করছে ইসরায়েল এবং দেশটির সঙ্গে মিসরের বহু বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। সোমবার এই সাক্ষাৎকার প্রকাশিত হবে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে। সাক্ষাৎকারটির চুম্বক অংশ সিবিএস প্রকাশ করেছে। সোমবার সিক্সটি মিনিটস অনুষ্ঠানে তা প্রচার করা হবে। মিসর সরকার সাক্ষাৎকারটি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিল। যদিও প্রতিষ্ঠানটি মিসরের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
আপত্তি জানানোর পরে সিবিএস নতুন সিদ্ধান্ত নিয়েছে। সাক্ষাৎকারের নির্দিষ্ট কিছু অংশ নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে তারা। বিশেষ অনুষ্ঠানটির বিষয়ে সিবিএসের মন্তব্য, এটা হচ্ছে ‘সেই সাক্ষাৎকার, যা মিসরের সরকার টেলিভিশনে প্রচারিত হতে দিতে চায় না।’ মিসরের প্রেসিডেন্ট সিসির সাক্ষাৎকার নিয়েছিলেন স্কট পেলি। তাকে সিসি বলেছিলেন, ‘মিসরে কোনও রাজবন্দি নেই। আমরা জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করছি, যারা মানুষের ওপর তাদের মতামত চাপিয়ে দিতে চায়। তাদেরকে এখন বিচারের প্রক্রিয়ায় রাখা হয়েছে। বিচার শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। কিন্তু বিচার আইনানুগভাবেই হবে।’
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে মিসরে ষাট হাজার রাজবন্দি রয়েছে। এ বিষয়ে সিসির কাছে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি জানি না তারা এই সংখ্যাটি কোথা থেকে পেয়েছেন।’ সাবেক একজন বন্দির সাক্ষাৎকার থেকে জানা গেছে, মিসরের কারাগারগুলোতে বন্দিদের যেমন তাদের ঠাসাঠাসি করে রাখা হয়, তেমন চালানো হয় নির্যাতন।
হেফাজতে মৃত্যুর ঘটনাও ঘটে। মিসরের প্রেসিডেন্ট স্বীকার করেছেন, দেশটির সেনাবাহিনী সেনাবাহিনীর সঙ্গে ইসরায়েলের গভীর সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। সিনাই উপদ্বীপে সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে চলা যুদ্ধে ইসরাইলের সঙ্গে কাজ করছে মিসরের সেনাবাহিনী। তার ভাষ্য, ‘এটা ঠিক যে ইসরায়েলের সঙ্গে আমাদের বহু বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।’