ইসরায়েল হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

1

পূর্বদেশ ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আরাগচির উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘আমেরিকানোা আলোচনা চায়। তারা কয়েকবার বার্তাও পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি আগ্রাসন না থামা পর্যন্ত কোনো আলোচনা হওয়ার সুযোগ নেই। এই অপরাধের শরিক আমেরিকার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই’। খবর বিডিনিউজের
ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে জেনিভায় যাওয়ার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে এসব কথা বলেন আরাগচি।
জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের গতকাল শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আরাগচি এই বৈঠকে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।
ইসরায়েল গত সপ্তাহে (শুক্রবার) ইরানে হামলা শুরু করার পর এটিই হবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সরাসরি বৈঠক।