মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর সঙ্গে ইসরায়েলের একটি গোপন যুদ্ধ চলছে। ইরাকের ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠীগুলো গত দুই সপ্তাহে প্রায় ৪০টি হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলাও অন্তর্ভুক্ত রয়েছে। গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর এসব হামলার ঘটনা শুরু হয়। কিন্তু গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের এক বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর এসব হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে উল্লেখ করেছে ওয়াশিংটন ইনস্টিটিউট।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। লেবাননে ইরানের পৃষ্ঠপোষকতায় ৪০ বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ এখন ইরানের সমর্থিত একটি বৃহত্তর জোটের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। গাজা যুদ্ধের এক বছর পর হামাস দুর্বল হয়ে পড়েছে এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল অভিযান হিজবুল্লাহকে চাপে রেখেছে। এ অবস্থায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অন্যান্য মিত্রগোষ্ঠীর ওপর নির্ভর করছে। এসব গোষ্ঠী ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল নাইটস বলেন, ইরাক থেকে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।