ইসরায়েলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলো না আরব লিগ

4

বাহরাইনের সম্মেলনে ফিলিস্তিন অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী এবং আন্তর্জাতিক শান্তির বিষয়ে আলোচনার জন্য আহবান জানিয়েছে আরব লিগ। কিন্তু তাদের এই আহবানে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক অর্থনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের ইস্যু নেই। বাহরাইনের রাজধানী মানামায় বৃহস্পতিবার আরব লিগের ৩৩তম শীর্ষ সম্মেলনের পরিষদ অধিবেশন শেষ হয়েছে। অধিবেশনের পর ‘বাহরাইন ঘোষণা’ প্রকাশিত হয়। তাতে আন্তর্জাতিক স¤প্রদায়কে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিতে এবং ‘দ্বি-রাষ্ট্র প্রস্তাবে’র ভিত্তিতে এই অঞ্চলে একটি ন্যায্য ও শান্তি অর্জনের আহবান জানানো হয়েছে।
বাহরাইনের রাজধানী মানামায় একটি বৈঠকের পর এক সমাপনী বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক সুরক্ষা ও শান্তিরক্ষা বাহিনীর বিষয়ে আলোচনার আহবান জানিয়েছে ২২ সদস্যের এই গোষ্ঠী। কারণ ফিলিস্তিনে এখনও দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়িত হয়নি।