আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস গাজায় ইসরায়েলের নতুন গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামার জন্য আরব, ইসলামি দেশ ও বিশ্বের মুক্তমনা মানুষের প্রতি আহবান জানিয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে হামাস গাজায় ইসরায়েলের ব্যাপক হামলার নিন্দা জানায়। এই হামলায় ৩৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু ও তার চরমপন্থি সরকার যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে গাজায় নিরস্ত্র বেসামরিক জনগণের ওপর আবারও আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এতে গাজায় জিম্মিদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
হামাস নেতানিয়াহু ও তার সরকারকে গাজা ও সেখানকার বেসামরিক জনগণের ওপর এই বিশ্বাসঘাতক আগ্রাসনের জন্য সম্পূর্ণ দায়ী বলে উল্লেখ করে। সংগঠনটি বলেছে, গত ২ মার্চ থেকে ইসরায়েল মানবিক সহায়তার জন্য ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ায় গাজাবাসী এক বর্বর যুদ্ধ ও নিয়মিত অভুক্ত অবস্থার মুখোমুখি হয়েছে।
হামাস মধ্যস্থতাকারীদের ইসরায়েলকে চুক্তি লঙ্ঘনের জন্য জবাবদিহি করার আহবান জানিয়েছে। পাশাপাশি জাতিসংঘ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডেকে ইসরায়েলের হামলা বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের কর্মকান্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পুনরায় চালুর দাবি জানিয়েছে।