ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না হলে আগামী কয়েক ঘণ্টা ও দিনগুলোতে তারা ইসরায়েলে তাদের লক্ষ্যবস্তুর পরিসর বাড়াবে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া মঙ্গলবার (১৯ মার্চ) নিশ্চিত করেছেন যে, তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখন্ডের দিকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছিল।
গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হুথি গোষ্ঠী বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গাজায় ইসরায়েলের বিমান হামলায় চার শতাধিক মানুষ নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনা স্থগিত হওয়ার পর গত কয়েক সপ্তাহের আপেক্ষিক শান্তি ভেঙে পড়েছে।
সারিয়া টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ‘গাজায় আমাদের মানুষের ওপর সংঘটিত সব গণহত্যা দেখেও ইয়েমেনের নেতৃত্ব, জনগণ ও সেনাবাহিনী নিশ্চুপ থাকবে না।’