ইসরাইলের এক প্রতিযোগীর বিরুদ্ধে খেলতে রাজি না হওয়ায় ইরানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদেনে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরবর্তী প্রতিদ্বন্দ্বিতায় ইসরাইয়েলি প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এড়াতে এক জুডো খেলোয়াড়কে ইচ্ছাকৃতভাবে হারার নির্দেশ দিয়েছিল ইরানের শীর্ষ কর্তৃপক্ষ। কিন্তু ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডভিত্তিক ক্রীড়া সালিশ আদালতে মামলা করবে।
গত আগস্ট মাসে ইরানি খেলোয়াড় সাঈদ মোল্লাই টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশীপে শিরোপার জন্য লড়াই করছিলেন। তিনি অভিযোগ করেন, চূড়ান্ত পর্বে ইসরাইলির মুখোমুখি হওয়ার চেয়ে সেমি-ফাইনালে তাকে হারতে নির্দেশ দেয়া হয়েছিল। পরে ২৭ বছর বয়সী ওই ইরানি খেলোয়াড় সেমি-ফাইনালে হেরে যান। পরবর্তীতে তিনি বলেন, ইরানের জুডো ফেডারেশনের সভাপতি তাকে সেমি-ফাইনাল খেলায় হারতে নির্দেশনা দিয়েছিলেন।