হাটহাজারী প্রতিনিধি
ইসকনকে নিষিদ্ধ করতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল শনিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে সংগঠনটির যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রেরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি মোদীর এজেন্ট ইসকনকে নিষিদ্ধ করতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি। এছাড়া বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার অন্যতম পরিকল্পনাকারী অমিত সাহাকে ইসকন সদস্য বলে উল্লেখ করা হয়।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বাংলাদেশে যারা ইন্ডিয়ান আগ্রাসন ও হিন্দুত্ববাদের বিরুদ্ধে সোচ্চার, সুযোগ পেলেই তাদের কণ্ঠরোধ করার ষড়যন্ত্রে লিপ্ত থেকেছে ইসকন। ২০১৯ সালে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার অন্যতম মাস্টারমাইন্ড অমিত সাহা তৎকালীন বুয়েট ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছাড়াও ইসকনের সদস্য ছিলেন (৯ অক্টোবর ২০১৯, দৈনিক সমকাল)। সেই সময় গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টে উঠে এসেছিল, আবরার হত্যা মামলা থেকে অমিত সাহাকে বাদ দেওয়ার বিষয়টি। কিন্তু বুয়েটের দেশপ্রেমিক শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেই অপচেষ্টা ব্যর্থ হয়।
তিনি বলেন, অনুমোদন বা নিবন্ধন ছাড়াই সারাদেশে মন্দিরের নামে কথিত আন্তর্জাতিক সংগঠন ইসকনের একের পর এক স্থাপনা করা ও কার্যকলাপ চালানো অবশ্যই প্রশ্নবিদ্ধ বিষয়।
ইসলামাবাদী বলেন, মুসলমানদের ওপর নির্যাতন ছাড়াও সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও জমি দখল করে তাদেরও নানাভাবে নির্যাতন করেছে ইসকন। ভিকটিমদের অভিযোগগুলোও তদন্ত করতে হবে সরকারকে।











