হাটহাজারী প্রতিনিধি
ইসকনকে দেশব্যাপী প্রতিরোধের আহবান জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল শুক্রবার দুপুরে হাটহাজারী ডাক বাংলো চত্বরে ইসকন নিষিদ্ধের দাবিতে আয়োজিত হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে এ আহবান জানানো হয়।
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
তিনি বলেন, এদেশে উগ্র হিন্দুত্ববাদী ইসকন ইন্ডিয়ার এজেন্ট হিসেবে মুসলমানদের বিরুদ্ধে নানা অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত। সর্বশেষ টঙ্গী বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ মিয়াজীকে জুমার খুতবায় সত্য উচ্চারণের কারণে পরপর ১২টি চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে ইসকন সন্ত্রাসীরা তাকে গাজীপুর থেকে গুম করে। অবশেষে ওই ইমামকে পঞ্চগড়ে শিকলে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় পাওয়া গেছে। আমরা এই গুমের প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। তিনি বলেন, এদেশের মুসলমানরা সংখ্যালঘু স¤প্রদায়ভুক্ত কোন অপরাধীর জুলুমের শিকার হলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি আসে না।
উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও মাওলানা আসাদ উল্লাহর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ। বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা শফিউল আলম, উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ওজাইর আহমদ হামিদি, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মোরশেদ আলম, আবু তাহের রাজিব, মাওলানা মহিউদ্দীন, হাফেজ মো. জাকারিয়া, মাওলানা জিয়াউল হক, এইচ এম শহীদ, মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা ওবাইদুর রহমান প্রমুখ।
সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কের বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়।











