ইশামতিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

41

সাতকানিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডস্থ ইছামতিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৪ লক্ষ টাকার নতুন ভবনের উদ্বোধন করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। গত ৭ মার্চ এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ লিটন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দীন দুলাল, সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম, আক্তার হোসেন চৌধুরী, শফিকুল আলম, গোলাম নবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ধর, সহকারী শিক্ষক সায়েম উদ্দিন, পৌরসভা শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাসান, মাওলানা হারুনসহ স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি