পূর্বদেশ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তি খুব শিগগিরই হবে। তিনি দুই দেশকে সমঝোতায় পৌঁছানোর আহবান জানিয়ে বলেছেন, ইরান ও ইসরায়েলকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে এবং তারা তা করবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। খবর বাংলা ট্রিবিউনের।
গতকাল রোববার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাপে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে শিগগিরই শান্তি দেখতে পাবো। অনেক ফোনালাপ ও বৈঠক এখন চলছে। তবে তিনি কোনও নির্দিষ্ট তথ্য বা অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করেননি।
ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন, যখন ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার পর এই সংঘাত শুরু হয়। ইসরায়েলের হামলার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ওই আক্রমণকে ‘চমৎকার’ ও ‘খুব সফল’ বলে মন্তব্য করেছিলেন।
এর আগে ট্রাম্প বলেছিলেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনও সম্পৃক্ততা নেই। বরং এই সংঘাত সহজেই শেষ করা সম্ভব। তবে তিনি তেহরানকে সতর্ক করে বলেছেন, তারা যেন কোনও মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত না হানে।