ইরানে হামলায় যোগ দিতে পারি নাও পারি: ট্রাম্প

1

ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়ে প্রশ্নই জিইয়ে রাখলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি এটা (ইরানে হামলা) করতেও পারি, নাও করতে পারি।’ হেয়াইট হাউজের সাউথ লনে একটি পতাকাদন্ড স্থাপনের কাজ তদারকির সময় সাংবাদিকদের প্রশ্নের এই জবাব দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবে কিনা সে প্রশ্ন করা হয়েছিল তাকে। খবর বিডিনিউজের
ট্রাম্প বলেন, আমি কী করতে চলেছি, তা কেউই জানে না। কিন্তু তিনি বলেন, আমি এটি বলতে পারি যে, ইরান খুবই সমস্যায় আছে। তারা হোয়াইট হাউজে বসে আলোচনা করতে চায়। তবে ট্রাম্পের এমন বক্তব্য নাকচ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ইরানের ক‚টনৈতিক মিশন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা বলেছে, কোনও ইরানি কর্মকর্তা হোয়াইট হাউজের দরজায় মাথা নোয়াতে চায়নি। তার (ট্রাম্প) মিথ্যার চেয়ে আরও ঘৃণ্য বিষয় হল তার কাপুরুষোচিত হুমকি। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করার হুমকি দিয়েছেন তিনি, বলা হয় এক্সের পোস্টে।
ট্রাম্প ট্রুথ স্যোশালে লিখেছিলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কোথায় লুকিয়ে আছেন তা তিনি জানেন। তাকে হত্যার নিশানা করা সহজ। কিন্তু এখন তিনি তাকে মারবেন না। নিউইয়র্কে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশন এক্সে আরও লিখেছে, ‘ইরান চাপের মুখে আলোচনায় বসবে না। তারা যে কোনও হুমকির জবাব পাল্টা হুমকি দিয়েই দেবে এবং যে কোনও আক্রমণের ক্ষেত্রে একইরকম পাল্টা আঘাত হানবে।’