ইরানের মোসাদের ৫৪ গুপ্তচর গ্রেপ্তার

1

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু লিখেছে, খুজিস্তানের প্রদেশের প্রসিকিউটর অফিস শুক্রবার এ তথ্য দিয়েছে। প্রসিকিউটর অফিসের বরাতে ইরানের বার্তা সংস্থা ফার্স এর খবরে বলা হয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে শত্রুপক্ষকে সমর্থন, তাদের হয়ে তথ্য সংগ্রহ, খামেনি শাসনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচারে ‘জড়িত’। এছাড়া তারা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের মানসিকতা ক্ষতিগ্রস্ত করার মত কর্মকান্ডে ‘জড়িত’ থাকার কথা বলা হয়েছে। খবর বিডিনিউজ’র
১৩ জুন ইরানের বিভিন্ন স্থানে সামরিক ও পারবাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানও ইসরায়েলে মিসাইল হামলা চালায়। দুই দেশের সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়াল। এ পর্যন্ত ইরানের হামলায় ২৫ ইসরায়েলি নিহত এবং কয়েকশ লোক আহত হয়েছে।
অন্যদিকে ইরানের সংবাদমাধ্যমে বলেছে, ইসরায়েলি হামলায় সেখানে ৬৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩০০ জন।