ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে ফের রকেট হামলা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার এ ঘাঁটিতে হওয়া একই ধরনের হামলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহত হয়েছিল। সেদিনের মতো শনিবারের হামলাতেও কাতিউশ রকেটই ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলে জানিয়েছে আরটি। মার্কিন সেনাসদস্যদের খবরাখবর প্রকাশ করা সংবাদমাধ্যম স্টারস অ্যান্ড স্ট্রাইপও ইরাকি কর্মকর্তাদের বরাতে বাগদাদের উত্তরে ক্যাম্প তাজিতে শনিবারের হামলার সংবাদ দিয়েছে। এদিন ২০টির মতো কাতিউশ রকেট বিদেশি সেনাদের ব্যবহার করা ঘাঁটিটিতে আঘাত হানে বলে অসমর্থিত বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।
গত বুধবার ১৮টি কাতিউশ রকেট হামলায় তিন সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরাকে ক্রিয়াশীল ইরানপন্থি শিয়া মিলিশিয়াদের দায়ী করে তাদের বেশকিছু স্থাপনায় পাল্টা হামলাও চালিয়েছে।