ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে বিকেএসপিতে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচে একটি বিতর্কিত রান আউটকে কেন্দ্র করে সৃষ্ট হয়েছিল উত্তেজনার। ক্রিকেটারদের মাঝে হয়েছে বাকবিতন্ডা। তাতে করে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল খেলা। উত্তেজনা ছাপিয়ে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে প্রাইম ব্যাংক। রূপগঞ্জ টাইগার্সকে তারা ৩ উইকেটে হারায়। আগের দিনের এই ঘটনায় প্রাইম ব্যাংকের কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি।
ঘটনার সময় রান আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে থাকেন শুক্কুর। পরে দলের প্রধান কোচ তালহা জুবায়েরও মাঠে প্রবেশ করেন এবং ম্যাচ রেফারির সঙ্গে দীর্ঘ আলোচনায় জড়ান। ফলে কিছুক্ষণ খেলা বন্ধও থাকে। যদিও শেষ পর্যন্ত্ ডাগ আউটে ফিরে যেতে হয় শুক্কুরকে।
অশোভন আচরণের জন্য প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের ও অধিনায়ক ইরফান শুক্কুরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যানেজার দেব চৌধুরীও সমান অঙ্কের জরিমানা গুণেছেন। শুধু জরিমানাই নয়, শুক্কুরকে দেওয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। এর আগে তার নামের পাশে ছিল ১টি ডিমেরিট পয়েন্ট। ফলে মোট ৪ পয়েন্ট হওয়ায় পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।