ওলিয়ে কামেল সুলতানুল আউলিয়া হযরত শাহসূফি ইয়াকুব আলী শাহ মাইজভান্ডারী (রহ.) প্রকাশ ফকির মাওলানার ৭১তম বার্ষিক ওরশ শরিফ আজ ৩১ জানুয়ারি দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পটিয়ার হুলাইন ইয়াকুব ভান্ডার দরবার শরিফে অনুষ্ঠিত হবে। ওরশ কর্মসূচিতে রয়েছে- খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল ও রাতে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাত। মাহফিলে ইসলামী চিন্তাবিদ, ওলামায়ে কেরাম ও পদস্থ ব্যক্তিবর্গ অতিথি ও আলোচক থাকবেন। ওরশ মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন ইয়াকুব ভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন মজজুবে ছালেক হযরত শাহসূফি ফরিদ আহমদ আল মাইজভান্ডারী (মজিআ)। ওরশ মাহফিলে সকলকে অংশগ্রহণ করার জন্য দরবারের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা নিজামুল করিম ইয়াকুবী সুজন অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি