ইম্পেরিয়াল হাসপাতাল নবজাতক ও শিশুরোগ বিভাগের ৫ম বর্ষপূর্তি

1

নিজস্ব প্রতিবেদক

অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিভাগের ৫ম বছর পূর্তি উদযাপিত হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে গতকাল কিছু বিশেষ শিশু রোগীসহ বিভাগের সকল ডাক্তারদের বিশেষ সম্মাননা প্রদান করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম গ্রামার স্কুলের হেড অব আপার স্কুল, রুবায়না মাহমুদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালটির সিইও ড. অনান্থ এন রাও, সিনিয়র কনসালটেন্ট ডা. ফয়সাল আহমেদ, অধ্যাপক ডা. একে এম রেজাউল করিম, ডেপুটি চিফ অফ মেডিক্যাল সার্ভিসেস ডা. ফজল-ই-আকবর এবং চীফ মার্কেটিং অফিসার অমিতাভ ভট্টাচার্যসহ হাসপাতালে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৫ বছরে, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগ চট্টগ্রামবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। বিভাগটির অত্যাধুনিক চিকিৎসা সুবিধা এবং দক্ষ চিকিৎসকদের দল শিশুদের স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রেখে চলছে।
শিশু ও নবজাতক বিভাগের ৫ বছর পূর্তি উদযাপনের দিনে বেশ কিছু সেবা চালু করেছে হাসপাতালটি। যার মধ্যে রয়েছে অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র, নবজাতক ও শিশু বিভাগের জন্য বিশেষভাবে বরাদ্দ পেডিয়াট্রিক্স ফার্মেসি ও রঙ তুলি নামক আর্ট ক্যাম্প।
উল্লেখ্য, গত ৫ বছরে হাসপাতালটির নবজাতক ও শিশুরোগ বিভাগে ৫০ হাজার শিশুরোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া প্রায় ২৩ হাজার শিশুরোগীকে আইপিডি, পিআইসিইউ, এনআইসিইউ, নিউবর্ন বেবিকেয়ার, ক্রিটিক্যাল বেবি ট্রান্সপোর্ট, সারফেস থেরাপি, ক্রিটিক্যাল শিশু অপারেশন ও ভ্যাকসিনেশন সেবা দেয়া হয়েছে।