ইমাম শেরে বাংলা রিচার্স একাডেমির সভা

43

ইমাম শেরে বাংলা (রহ.) রিচার্স একাডেমীর আয়োজনে আগামী ১৮ মার্চ বুধবার বিকাল ৩টা হতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সংলগ্ন আলমগীর খানেকাহ্ শরীফে ইমাম শেরে বাংলা (রহ.) কন্ফারেন্স অনুষ্ঠিত হবে। উক্ত কনফারেন্স সফলকল্পে ১২ মার্চ বৃহস্পতিবার বিকালে আলমগীর খানেকাহ্ শরীফে এক প্রস্তুতি সভা ইমাম শেরে বাংলা (রহ.) রিচার্স একাডেমীর সভাপতি আল্লামা সৈয়দ ইউনুচ রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবদুল আউয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী, মাওলানা তারেকুল ইসলাম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ ইদ্রিস সহ সংগঠনের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় বক্তারা আগামী ১৮ মার্চ বুধবার ইমাম শেরে বাংলা (রহ.) কন্ফারেন্স সফল করার জন্য সকলের প্রতি বিশেষভাবে আহবান জানান। উল্লেখ্য, কন্ফারেন্সে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ দিদারুল আলম এম.পি। প্রধান আলোচক থাকবেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের কেন্দ্রীয় চেয়ারম্যান শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী (মু.জি.আ)। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ, আওলাদে ইমাম শেরেবাংলা (রহ.), জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আসাতাজায়ে কেরামসহ দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ। প্রস্তুতি সভা শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশে^র নিপীড়িত মানবতার পরিত্রান এবং দেশ ও বিশ^বাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি