ইমাম আহমদ রেজা খান (র.)’র ওফাত বার্ষিকী

96

আনোয়ারায় ইমাম আহমদ রেজা খান (র.) ১০১তম ওফাত বার্ষিকী উপলক্ষে আ’লা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলা সদরের আব্দুল জলিল স্মৃতি মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। ইমাম আযম ও আ’লা হযরত গবেষণা পরিষদের সভাপতি অধ্যক্ষ শেখ মুহাম্মদ আব্বাস আনোয়াররীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল অদুদ। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আব্দুল খালেক শওকী। বিশেষ অতিথি ছিলেন আলহাজ এইচ এম নজরুল ইসলাম, আলহাজ্ব এটিএম শাহজালাল ও মাস্টার মুহাম্মদ আবুল হোসেন। সংবর্ধেয় অতিথি ছিলেন লেখক ও প্রকাশক জামাল উদ্দিন,উপাধ্যক্ষ আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা মুহিউদ্দিন হাশেমী, আল্লামা এস এম আব্দুল মুমিন, ড. মুহাম্মদ জাফর উল্লাহ, ড. মুহাম্মদ লিয়াকত আলী, ড. মুহাম্মদ আব্দুল মাবুদ, অধ্যক্ষ কাজী আব্দুল হান্নান, মাওলানা আব্দুল কাদেও চাঁন্দমিয়া, মাওলানা মুনির আহমদ আনোয়ারী,মাওলানা নুর মোহাম্মদ আনোয়ারী,অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর,সুপার আল্লামা মুহাম্মদ সোলাঅইমান,উপাধ্যক্ষ আল্লামা আব্দুল আজিজ আনোয়ারারী,মুফতি আসম এয়াকুব হোসেন কাদেরী,মুহাদ্দেস এস এম মঈন উদ্দিন হেলাল,অধ্যক্ষ পীরজাদা সৈয়দ মাহমুদুল হক নঈমী,মুফতি কাজী শাকের আহমদ চৌধুরী,আল্লামা আহমদ নূর আলকাদেরী, মুহাম্মদ নাছির উদ্দিন সিদ্দীকী,মুহাম্মদ মোরশেদ আলম মুন্সি,মাওলানা কাজী রফিকুল ইসলাম আনোয়ারী,শায়ের মাওলানা এনামুল হক এনাম,মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের,এস এম নাছির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ইমাম আহমদ রেজা খান সহস্রাধিক কিতাব রচনা করেছেন। সুন্নিয়ত প্রতিষ্টা ও প্রচারে তার অবদান অবিস্বরনীয় হয়ে থাকবে। ইসলামের খেদমতে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। ফলে তিনি সুন্নি জনতার মনিকোঠায় স্থান করে নিয়েছেন। আজকে তার জীবন ও কর্ম গবেষণা করে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। বক্তারা আরো বলেন, ইসলাম একটি সাশ্বত জীবন বিধান। ইসলাম শান্তির কথা বলে।