স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ১০ মে সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে মাওলানা মো. মোছলেহ উদ্দীন এর সভাপতিত্বে ও মাওলানা মো. ইব্রাহীম এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামি শিক্ষা উন্নয়ন এর সভাপতি অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আল-আমিন বারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মুফতি মুহাম্মদ ইসমাইল, বায়তুস শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ছালেহ মো. ছলিমুল্লাহ, সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন এর সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী। প্রধান আলোচক ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. রেজাউল হক।
বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন, কোডবিহীন প্রতিষ্ঠানের কোড প্রদান, নীতিমালা ২০২৫ বাস্তবায়ন, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান সহ ৬ দফা দাবি জানান। বক্তারা ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা বিলম্ব হওয়ায় ৮টি বিভাগে ৮টি সমাবেশ করা শেষে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন। বিজ্ঞপ্তি