ইপিজেড লোকনাথ ধামে গীতা শিক্ষালয় উদ্বোধন

21

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের আওতাধীন ইপিজেড শ্রীশ্রী লোকনাথ ধাম ও গীতা শিক্ষালয়ের উদ্যোগে বয়ষ্ক অভিভাবকদের জন্য সান্ধ্যকালীন গীতা শিক্ষালয়ের উদ্বোধন করা হয়। গত ২৩ অক্টোবর সন্ধ্যায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিজেড শ্রীশ্রী লোকনাথ ধামের সভাপতি লায়ন মানিক রতন শর্মা। উদ্বোধক ছিলেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বাগীশিক মহানগর সংসদের প্রকাশনা সম্পাদক ও শ্রীশ্রী লোকনাথ ধামের সাধারণ সম্পাদক উত্তম শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকৌশলী সনজয় চক্রবর্তী মানিক, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রদীপ চক্রবর্তী, ইপিজেড সংসদের সহ-সভাপতি শ্যামল শীল, পতেঙ্গা সংসদের সাধারণ সম্পাদক কাজল চৌধুরী, গীতা প্রশিক্ষক অপূর্ব সূত্রধর জয়, সাংগঠনিক সম্পাদক মিলন দাশ, সৌরভ শীল প্রমুখ। বিজ্ঞপ্তি