নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ইপিজেডের (সিইপিজেড) ৭ নম্বর সেক্টরে অবস্থিত একটি ইলেকট্রনিক্স যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মূলত সিগারেটের আগুন থেকে ওপি-সিড কোম্পানি বিডি লিমিটেড নামের প্রতিষ্ঠানটির ওয়েস্টেজ হলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। তাবে ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্পক্ষনেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ইপিজেড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শিশির আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে সকাল ১১টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। মাত্র ২৫ মিনিটের চেষ্টায় অর্থাৎ ১১টা ৪২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর বেলা ১২টা ২০ মিনিটে নির্বাপনের কাজ সম্পন্ন হয়।
শিশির আহমেদ আরও জানান, প্রাথমিকভাবে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সময়মতো পদক্ষেপের ফলে প্রায় ১ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন মূলত কারখানার ওয়েস্টেজ অংশেই সীমাবদ্ধ ছিল, তাই উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়নি।