নিজস্ব প্রতিবেদক
নগরীর ইপিজেড থানা এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গিয়াস উদ্দিন আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের গহিরা হাড়িপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ইপিজেড থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকায় অবস্থান করছেন। পরে র্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।











