ক’দিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ইন্টার মিলানের। শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়ে তারা আসে ফিফা ক্লাব বিশ্বকাপে। সেখানেও হোঁচট খেল ইতালির ক্লাবটি। মেক্সিকোর ক্লাব সি এফ মন্টেরের সঙ্গে জয় পাননি লৌতারো মার্টিনেজরা। রোজ বোলে বুধবার সকালে মন্টেরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার। ২৫ মিনিটে রিয়াল মাদ্রিদের সাবেক স্পেনিয়ার্ড ডিফেন্ডার সার্জিও রামোসের গোলে মন্টিরে এগিয়ে গেলে সমতায় ফেরান আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী মার্টিনেজ।