ইনার হুইল ক্লাব অব লুসাই হিলসের এতিম শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

2

নারীদের জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অব লুসাই হিলসের উদ্যোগে ব্রেষ্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে মধ্যবয়সী নারীদের নিয়ে ব্রেষ্ট ক্যানসার রোগ প্রতিরোধ সচেতনতা নিয়ে আলোচনা সভা চট্টগ্রাম লেডিস ক্লাবস্থ হল রুমে গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। ব্রেষ্ট ক্যানসার রোগের বিভিন্ন চিত্রের মাধ্যমে উপাস্থাপন করেন বোরহানা কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজনীন আরা এ সময় বোরহান উদ্দিন কবির বলেন, কিশোর বয়সী হতে যেকোন বয়সের নারীদের ব্রেষ্ট ক্যানসার আক্রান্ত হওয়ার সম্মুখিন হতে হয়। এ বিষয়ে ৬ মাস অন্তর বিশেষজ্ঞ ড. মাধ্যমে পরীক্ষা করে প্রাথমিকভাবে ধরা পড়লে চিকিৎসা সেবায় ব্রেষ্ট ক্যানাসার রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং না হওয়ার জন্য ব্রেষ্ট ক্যানসার টিকা গ্রহণ করলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অতএব সকল এ মারাত্মক রোগ হতে সবসময় সচেতন থাকতে হবে সবাইকে। অনুষ্ঠান শেষে এতিমখানার শিশুদের ক্লাবের পক্ষ হতে শিক্ষা উপকরন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেসমিন আরা বেগম, রোকেয়া আক্তার বারী, মর্জিনা আক্তার, সুলতানা কবির নীলা, মুনিরা হুসনা, হাফসা ছালেহ ও মানসী তালুকদার। বিজ্ঞপ্তি