ইনজুরির মাঝেই ফ্লু আক্রান্ত মেসি

3

চোটের কারণে অনেক দিন ধরে খেলার বাইরে লিওনেল মেসি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন কবে এই ফুটবল জাদুকর মাঠে ফিরবেন আবারও। মাঠে ফিরতে মরিয়া তিনি। মায়ামির হয়ে ১৪ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে খেলায় ফিরতে অনুশীলনে করে যাচ্ছেন তিনি। তবে এরমধ্যেই ফ্লু আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন তারকা। গত কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়েছিলেন মেসি। তবে চোট সেরে যাওয়ায় অনুশীলনে ফিরলেও এখনও মাঠে ফেরা হয়নি তার। তার মাঠে ফেরার তাগিদে ব্যাঘাত ঘটিয়েছে ফ্লু।
ফ্লুতে আক্রান্ত হওয়ায় মায়ামির অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি মেসি। তবে দ্রæত সময়ের মধ্যে মাঠে ফেরার চেষ্টায় তিনি আলাদাভাবে কাজ করেছেন। মায়ামির হয়ে তার মাঠে ফেরার সময় এখনও অনিশ্চিত, তবে ঠিকই ১৪ সেপ্টেম্বর (প্রতিপক্ষ ফিলাডেলফিয়া) কিংবা ১৮ সেপ্টেম্বর (আটলান্টা ইউনাইটেড) খেলার পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন তিনি।