ইনজুরির কাছে হেরে সেমি থেকে বিদায় জোকোভিচের

1

স্পোর্টস ডেস্ক

রেকর্ড ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জেতার দ্বারপ্রান্তে ছিলেন নোভাক জোকোভিচ। চোটের হুমকি এড়িয়ে উঠেছিলেন সেমিফাইনালেও। কিন্তু এবার আর ইনজুরির সঙ্গে পারলেন না সার্বিয়ান টেনিস কিংবদন্তি। মেলবোর্নে গতকাল আসরের ফাইনালে উঠার লড়াইয়ে আলেকজান্ডার জাভারেভের মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। ম্যাচের প্রথম সেট ৭-৬ (৭-৫) এ পরাজিত হওয়ার পর ইনজুরিতে আর কোর্টে নামা হয়নি ‘জোকার’-এর। মাঠ ছাড়ার সময় দর্শকদের একাংশের দুয়োও শুনতে হয় তাকে। যদিও তিনি নিজে দর্শকদের দুয়োর জবাব না দিয়ে মাথা উঁচু করে বেরিয়ে যান। জোকোভিচ বিদায় নেওয়ায় জার্মান দ্বিতীয় বাছাই জাভারেভের জন্য প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ তৈরি হয়েছে। এর আগে দুইবার মেজর ফাইনালে গিয়ে হারতে হয়েছিল তাকে। এবার ফাইনালে তাকে হয় ইতালিয়ান শীর্ষ বাছাই ইয়ানিক সিনার কিংবা আমেরিকান ২১তম বাছাই বেন সেলটনের মুখোমুখি হতে হবে।