গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ১ ওভার বল করেই মাঠ ছেড়ে গিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসের তরুণ পেসার মায়াঙ্ক যাদব। খেলা চলাকালীনিই সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন তিনি। এই মায়াঙ্ক যাদবই এবারের আইপিএলে সবচেয়ে গতির (১৫৬.৭ কি.মি) বল করে তুমুল আলোচনায়। তিনিই এখন পড়লেন চোটে।
লখনৌ সুপার জায়ান্ট দারুণ চিন্তিত মায়াঙ্কের চোট নিয়ে। বিশেষ করে আগামী ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামতে পারবেন কি না তিনি, তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে।
গুজরাটের বিপক্ষে ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন মায়াঙ্ক। এই ওভারে ১৪০ এর বেশি গতির বল করতে পারেননি। তাও মাত্র দুই বার ১৪০ কিলোমিটার গতির বল করেন তিনি। ১৩ রান হজম করেন ওই ওভারে। এরপর মাঠ ছেড়ে যান তিনি এবং আর ফিরে আসতে পারেননি।