ইডেন নূর ইংলিশ স্কুল অডিটোরিয়ামে গত ৯ নভেম্বর বেলা ১১টায় অভিভাবক-শিক্ষক-পরিচালনা পর্ষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মাহনূর তাসনীম। সভায় স্কুলের শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন ভাইস প্রিন্সিপাল মো. ইয়াছিন সেলিম ও সিনিয়র শিক্ষক নুসরাত জাহান। অভিভাবক ও স্কুল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন মো. সেলিম, এরশাদ সিদ্দিকী, জাহেদুল আলম মুন্না, মো. নাছির উদ্দিন, মো. আলী, ফারজানা রাজিয়া, আবু সাঈদ প্রমুখ। সভা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোশাররফ রাসেল।
সভায় বক্তারা ইডেন নূর ইংলিশ স্কুলের ভবিষ্যৎ কার্যক্রমে নিজেদের আরো সক্রিয় রেখে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত অভিভাবকবৃন্দ গ্রামে ছায়া সুনিবিড় মনোরম পরিবেশে এমন একটি আন্তর্জাতিক মানের স্কুল প্রতিষ্ঠার জন্য চেয়ারম্যান ও প্রিন্সিপালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রিন্সিপাল মাহনূর তাসনীম। বিজ্ঞপ্তি