দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের বর্তমান অচলাবস্থা নিরসনকল্পে এক আলোচনা সভা সম্প্রতি আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সিনিয়র সদস্য প্রকৌশলী মোহাম্মদ মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী তাজুল ইসলাম। প্রকৌশলীদের উপস্থিতিতে আলোচনা সভায় আলোচকবৃন্দ বলেন, আগস্ট, ২০২৪ এ দেশের পটপরিবর্তনের পর আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটি পদত্যাগ করেছেন, ফলে কেন্দ্রের স্বাভাবিক ও জরুরি কার্যক্রম পরিচালিত হচ্ছেনা। বক্তারা আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের এই অচলাবস্থার জন্য গভীর হতাশা ব্যক্ত করেন। সভায় বক্তাগণ এই জটিল অবস্থা নিরসনে অতিসত্ত¡র সকল প্রকৌশলী সদস্যদের এগিয়ে আসার আহŸান জানান এবং সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে একটি নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তার উপর জোর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী এএসএম শাহজাহান, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী ফেরদৌস আহমেদ, প্রকৌশলী ফখরুল ইসলাম, প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম, প্রকৌশলী মো. ফরিদুল আলম, প্রকৌশলী মেজবাহ উদ্দিন খালেদ, প্রকৌশলী অহিদুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি