ইজিবাইকের ধাক্কায় ইমামের মৃত্যু

0

পেকুয়া প্রতিনিধি

পেকুয়ায় ইজিবাইকের ধাক্কায় হাফেজ সাইফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পেকুয়া সদর আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ভোলাইয়্যাঘোনা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত হাফেজ সাইফুল ইসলাম একই ইউনিয়নের সরকারি ঘোনা এলাকার মৃত নুরুল আলমের পুত্র। তিনি রাউজান ওরিছখান পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।
নিহতের এক নিকট আত্মীয় জানান, দুপুরে হাফেজ সাইফুল ইসলাম পরিবার নিয়ে বোনের বাড়ি দাওয়াতে যান। সন্ধ্যায় বাড়িতে চলে যাওয়ার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষমান অবস্থায় মগনামা থেকে আসা একটি দ্রæতগামী ইজিবাইক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘একজন এক্সিডেন্টে মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’