নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় নির্মিত হয়েছে ‘ইকুইটি আরিয়ানা’-ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের একটি নান্দনিক ও আধুনিক আবাসিক প্রকল্প। এটি এই কোম্পানির ৫৫তম সফল প্রকল্প, যা গত ৯ মে অনুষ্ঠানের মাধ্যমে গর্বিত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপার্টমেন্টসমূহের মালিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থপতি, প্রকৌশলী ও ইকুইটির কর্মকর্তাবৃন্দ। প্রকল্পটি নকশা করেন দেশের খ্যাতনামা স্থপতি মসিউল আলম। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইকুইটির প্রধান স্থপতি উ থেন য়াইন বলেন, এই স্থানটি আমরা ডিজাইন করেছি কার্যকারিতা, স্থায়িত্ব এবং নান্দনিকতার নিখুঁত সামঞ্জস্য বজায় রেখে। ইকুইটির ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক বলেন, স্থাপত্যশৈলী, পরিবেশ বান্ধব ডিজাইন এবং প্রকৃতির সঙ্গে সংযোগ-এই তিনটি মূল দিক বিবেচনায় ইকুইটি আরিয়ানা একটি ব্যতিক্রমধর্মী আবাসিক প্রকল্প। অনুষ্ঠানে ইকুইটির উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ইকুইটি আরিয়ানা’ শুধু একটি আবাসিক ভবন নয়-এটি আধুনিক নগর জীবনের সাথে মানানসই একটি স্বপ্নের আবাসন, যা চট্টগ্রামের বাসিন্দাদের জন্য নান্দনিক আবাসনের প্রতীক হয়ে থাকবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকুইটি আরিয়ানা অ্যাসোসিয়েশনের সভাপতিত মেজবাহ উদ্দিন, সেক্রেটারি ড. শাহ আলম, কোষাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ভূমির মালিক খুরশিদ আলাম, ইকুইটির কার্যনির্বাহী পরিচালক এস.এম. মোরশেদ জাফর, পরিচালক প্রকৌশল বিভাগ ইঞ্জিনিয়ার কায়েস উর রশিদ, এবং হেড অব সেলস্ জহিরুল আলম জুয়েল। বিজ্ঞপ্তি