ইএফটিতে বেতন পাবেন ৩ লাখ শিক্ষক-কর্মচারী

3

পূর্বদেশ ডেস্ক

জানুয়ারি মাস থেকে বেসরকারি স্কুল ও কলেজের ২ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার সরকারি অংশ বা এমপিও ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমে (ইএফটি) ছাড় করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটিতে ছাড় করা শুরু হবে আজ। ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন-ভাতা পাওয়ার ‘বার্তা’ পাবেন। খবর বিডিনিউজের।
আজ অথবা পরদিন শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার টাকা তাদের অ্যাকাউন্টে জমা হবে। আর জানুয়ারির প্রথমাংশে আরও ১ লাখ শিক্ষক ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছে অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বেসরকারি স্কুল-কলেজের ৩ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর এমপিও আগামী জানুয়ারি মাস থেকে ইএফটি প্রক্রিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হয়েছে।
ইফটিতে বেতন দিতে শিক্ষকদের তথ্য যাচাই কমিটির প্রধান এবং অধিদপ্তরের অর্থ ও ক্রয় উইংয়ের পরিচালক অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরী বলেন, আমরা ১ লাখ ৮৯ হাজার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর তথ্য এনআইডি সার্ভার থেকে যাচাই করে নিশ্চিত হয়েছি। ১ জানুয়ারি থেকে তাদের ডিসেম্বর বেতন-ভাতা ইএফটিতে ছাড় করা হবে।
এ শিক্ষক-কর্মচারীরা ১ জানুয়ারি (আজ) ইএফটির মেসেজ পেয়ে যাবেন। আর ২ জানুয়ারি তাদের অ্যাকাউন্টে বেতন-ভাতার টাকা ঢুকবে। আমরা চেষ্টা করছি যেন এদিনই তাদের অ্যাকাউন্টে বেতন-ভাতার টাকা ছাড় করা যায়।
তিনি আরও বলেন, আরও ১ লাখ শিক্ষক-কর্মচারীর তথ্য এনআইডির সার্ভার থেকে যাচাই হয়ে জানুয়ারির প্রথম সপ্তাহেই আমাদের হাতে এসে পৌঁছাবে। আমরা তাদের বেতন-ভাতাও জানুয়ারি মাস থেকে ছাড় করব। জানুয়ারি প্রথম সপ্তাহেই তাদের ডিসেম্বর মাসের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে ছাড় হয়ে যাবে।