ইউসিবিএল এর সরফভাটা শাখার উদ্বোধন

36

চট্টগ্রামের রাঙ্গুুনিয়া উপজেলার সরফভাটাতে গতকাল মঙ্গলবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ১৮৬তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন ইউসিবি’র পরিচালক আসিফুজ্জামান চৌধুরী।
এতে অন্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল; উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক এবং কোম্পানি সেক্রেটারি ও ইভিপি এটিএম তাহমিদুজ্জামানসহ ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সুধীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সরফভাটা শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’ বিজ্ঞপ্তি