নগরীর জামালখানস্থ চট্রগ্রাম সিনিয়রস ক্লাবে স্টুডেন্ট এসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউসিটিসি এর নতুন কমিটি ঘোষণা করেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্রগ্রাম এর ফাউন্ডার ও এসোসিয়েশন এর চিফ পেট্রোন মো. ওসমান। স্টুডেন্ট এসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউসিটিসি এর নবনির্বাচিত প্রেসিডেন্ট ইসমাইল বিন আজিজ আলভি এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং এডভাইজর ড. রবিউল আলমকে এসোসিয়েশন এর চিফ এডভাইজর, কো-অর্ডিনেটর ও লেকচারার ঋত্তিক নাথকে চিফ মডারেটর, লেকচারার শাহ আয়মান ইবতিহাল ও লেকচারার মোসাদ্দেক হামিমকে যথাক্রমে মডারেটর করা হয়। এছাড়াও সহ-সভাপতি হিসাবে রিয়াদ মামুন, সাকিয়া আমিন, কায়সার উদ্দিন, সেক্রেটারি কাইসার খোকন, ট্রেজারার জামশেদুল আলম, জয়েন্ট সেক্রেটারি কাজি আইনুন নিশাদ, মো রাজু, জয়েন্ট ট্রেজারার মো. শাহেদুল ইসলাম শাহেদ, আব্দুর রহিম, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি সাইফুল কবির জুয়েল, এসিস্ট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি শাখাওয়াত হোসাইন, পাবলিকেশন সেক্রেটারি ইলিয়াস উদ্দীন, পাবলিকেশন সেক্রেটারি (মহিলা) মুনমুন চাকমা, কালচারাল সেক্রেটারি সজিব হাসান, রিসার্চ সেক্রেটারি শাহরিয়ার সাকিব, রিসার্চ সেক্রেটারি (মহিলা) সাদিয়া আফরিন প্রিমা, কমিউনিটি সেক্রেটারি শ্রাবন দাশ, গ্রাফিক্স ডিজাইনার সাজ্জাদ হোসাইন সাগর, ভিডিও এডিটর মোহাম্মদ এনামুল হক নির্বাচিত হয়। সভায় ২০২৪-২৫ বর্ষের কার্যকরী কমিটির পাশাপাশি এই সময় আগামির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংবর্ধিত অতিথি এসোসিয়েশন এর সফলতা কামনা করেন। তিনি বলেন, দেশের অগ্রযাত্রায় সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনেক। বিজ্ঞপ্তি