নগরীর বহদ্দারস্থ একটি টার্ফে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্রগ্রাম এর ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং এর দিনব্যাপি ফুটবল টুর্নামেন্ট আয়োজন কওে স্টুডেন্ট এসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং (এসএসিএ)। উক্ত টুর্নামেন্ট এর উদ্বোধন করেন উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসরড. মো. জাহিদ হোসেন শরীফ, প্রধান অতিথি ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার। এছাড়াও ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ, সিভিল ডিপার্টমেন্ট এর কো-অর্ডিনেটর ঋতিক নাথ, লেকচারার আবু ইফতিখার, আসিফ জাওয়াদ, পিয়াল বড়ুয়া স্টুডেন্ট এফেয়ার্স ডিরেক্টও এস.এম. শহিদুল আলম, ব্র্যান্ড মার্কেটিং বিভাগ এর প্রধান অভিমান ঘোষ দস্তিদার।
অনুষ্ঠানে এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ইসমাইল বিন আজিজ সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সেক্রেটারি কায়সার খোকন, ভাইস প্রেসিডেন্ট কাইসার উদ্দিন, ট্রেজারার জামশেদুল আলম, মো: সাখাওয়াত, মোরাজু, সাহেদ চৌধুরি, সাইফুল কবির জুয়েল, মো:সাহিল, আর.কে রাফি প্রমুখ। ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এ চ্যাম্পিয়ন হয় সিভিল ইনভিন্সিবল (১০ম ব্যাচ)।