ইউসিটিসিতে সিবিসি ক্লাবের উদ্যোগে এআই সেমিনার

2

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) এর ক্রিয়েটিভ বিজনেস ক্লাবের (সিবিসি) উদ্যোগে ২২ মে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক জ্ঞানে সমৃদ্ধ করার এক গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে। সেমিনারে প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক এস.এম শহিদুল আলম। ইউসিটিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা সেমিনারে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বর্তমান প্রেক্ষাপট, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তব্যে উঠে আসে কীভাবে এআই ভবিষ্যতের চাকরির বাজারকে রূপান্তরিত করছে এবং এখন থেকেই কীভাবে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করতে পারে। বিজ্ঞপ্তি