ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং এর উদ্যোগে গতকাল শুক্রবার মিলাদুন্নবী-২০২৪ উপলক্ষে ইউসিটিসির অডিটোরিয়ামে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর জীবনী নিয়ে সেমিনারের এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। আলোচনার প্যানেলের বক্তারা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং ইউসিটিসির ইসলামিক স্টাডিজ বিভাগের গেস্ট ফ্যাকাল্টি মোশাররফ হোসেন আজহারী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন, সহকারী বিচারকের দায়িত্বে ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান বেলাল নূর আজিজী, ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার ও কো-অর্ডিনেটর মু. ওবায়দুল্লাহ,একই বিভাগের প্রভাষক মো. বোরহান উদ্দীন নূর, পাবলিক হেলথ বিভাগের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মোহাম্মদ ইনজামুল হক। বিজ্ঞপ্তি