ইউসিটিসিতে বসন্তবরণ ও পিঠা উৎসব

1

গত ১৩ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)- বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন কর হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ এই উৎসবের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, কন্ট্রোলার অফ এক্সাম ড. মো. নুরুল আবছার, রেজিষ্ট্রার সালাউদ্দিন আহমেদ, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ এ. আজিম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. জিয়াউল হক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক জনাব এস.এম. শহিদুল আলম এবং মার্কেটিং এন্ড এডমিশন এর প্রধান অভিমান ঘোষ দস্তিদার, ক্যাম্পাস কো-অর্ডিনেটর মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইউসিটিসির সকল বিভাগের কো-অর্ডিনেটরগন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাএ-ছাত্রীবৃন্দ। সকাল থেকেই পুরো ক্যাম্পাস সেজে উঠে বসন্তের রঙে। ছাত্র-ছাত্রীরা নিজেদের রাঙিয়ে তোলে হলুদ ও বাসন্তী রঙের ছোঁয়ায়। ছাত্রীরা শাড়ি জড়িয়ে খোঁপায় পড়েছিল ফুল আর হাতে রঙ বেরঙের চুড়ি। ছাত্ররাও সেজেছে নানা রঙের পাঞ্জাবি-ফতুয়ায়, সেই সাথে মিষ্টি মেলা ও পিঠা উৎসবের আয়োজনে বসেছে পিঠা পুলিসহ নানা মুখরোচক খাবারের স্টল। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কবিতা আবৃত্তি, গান, নাটক ও নৃত্য পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সকল শিক্ষক-শিক্ষার্থী। অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে এ অনুষ্ঠান সকলে উপভোগ করেন। বিজ্ঞপ্তি